kalerkantho


ঢাকায় কুংফু পান্ডা ৩

রংবেরং প্রতিবেদক   

১১ মার্চ, ২০১৬ ০০:০০জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও চীন মাতিয়ে এবার বাংলাদেশে ‘কুংফু পান্ডা ৩’। আজ ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে। গতকাল সন্ধ্যায় সিনেপ্লেক্সে ছবির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এই সিরিজের গল্পে দেখা যাবে পান্ডা অধ্যুষিত এলাকায় নিজের বাবার সঙ্গে দেখা হয় পো-র। জানতে পারেন, পান্ডাদের জাতিগত দ্বন্দ্বে মারা যাননি তাঁর বাবা। অন্যদিকে পো-র কুংফু গুরু মাস্টার শিফু অবসরে যাওয়ার ঘোষণা দেন। ফিউরিয়াস ফাইভের নতুন প্রশিক্ষক হিসেবে পোকে নিয়োগ দেন তিনি। সিরিজের আগের ছবি দুটি মুক্তি পেয়েছিল ২০০৮ ও ২০১১ সালে। পাঁচ বছর পর এলো তৃতীয়টি। ১৪৫ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ৩১৪ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশে এই ছবির সার্বিক সহযোগিতায় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ‘নর’। নর-এর গ্রাহকরা ছবিটি দেখার বিশেষ সুযোগ পাচ্ছে নির্দিষ্ট সংখ্যক শোতে।


মন্তব্য