kalerkantho

সাত দেশে মুক্তি পাবে

ঢাকা অ্যাটাক

রংবেরং প্রতিবেদক   

১১ মার্চ, ২০১৬ ০০:০০জানুয়ারিতে শুরু হয়েছে দীপঙ্কর দীপনের ছবি ‘ঢাকা অ্যাটাক’-এর শুটিং। আরিফিন শুভ ও মাহিয়া মাহি অভিনীত ছবিটির নির্মাণ শেষ হওয়ার আগেই বাংলাদেশসহ সাতটি দেশে মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ২৯ জানুয়ারি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনেইয়ে মুক্তির বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে মালয়েশিয়ান প্রতিষ্ঠান কিউ প্লেক্সের সঙ্গে। ইংরেজি ও স্থানীয় ভাষায় সাব-টাইটেলসহ এই তিন দেশে ছবিটি মুক্তি পাবে।

পরিচালক দীপন বলেন, ‘চুক্তির বিষয়ে মালয়েশিয়ান পুলিশ আমাদের সহযোগিতা করছে।’

অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ভারতেও ছবিটি মুক্তির ব্যাপারে স্থানীয় পরিবেশকদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে বলেও জানান পরিচালক। ছবিটির কাহিনীকার ও ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতির সমন্বয়ক সানী সারোয়ার বলেন, ‘বিদেশে মুক্তি দিলেও আমাদের টার্গেট অডিয়েন্স সেসব দেশের বাঙালিরা।’


মন্তব্য