kalerkantho


এবার অ্যাকশন হিরো

রংবেরং প্রতিবেদক   

১১ মার্চ, ২০১৬ ০০:০০এবার অ্যাকশন হিরো

আগেও অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন। তবে পূর্ণাঙ্গ অ্যাকশন ছবিতে তাঁকে কখনোই দেখা যায়নি। রোমান্টিক, পারিবারিক ড্রামা ও সায়েন্স ফিকশনের পর এবার প্রথমবারের মতো পুরোপুরি অ্যাকশন ছবিতে অভিনয় করছেন ইমন। ‘কিলার’ ছবিটির পরিচালক সুজন বড়ুয়া। ছবিতে ইমনের নায়িকা নবাগতা মৌ। শুটিংয়ে অংশ নিতে কাল কক্সবাজার পৌঁছেছেন ইমন। ‘মাঝখানে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েছিলাম। এ সময়ে কিছু বিজ্ঞাপনচিত্র ও টিভি নাটকে অভিনয় করেছি। এবার অ্যাকশন ছবি দিয়ে ফিরলাম। গল্পটা বেশ ভালো। এখানে দর্শক আমাকে নতুন রূপে দেখতে পাবে’, বললেন ইমন।

এদিকে ইমন অভিনীত দুটি ছবি মুক্তির অপেক্ষায়—৮ এপ্রিল মুক্তি পাবে সাফিউদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’ ও ২২ এপ্রিল স্বপন আহমেদের ‘পরবাসিনী’। ইমন বলেন, ‘নতুন ছবির শুটিং ও দুই ছবি মুক্তি উপলক্ষে আবার চলচ্চিত্রে ব্যস্ততা বেড়েছে। এই মোমেন্টাম ধরে রাখতে চাই।’


মন্তব্য