kalerkantho

শুক্রবার । ২০ জানুয়ারি ২০১৭ । ৭ মাঘ ১৪২৩। ২১ রবিউস সানি ১৪৩৮।


আবার কিম বিতর্ক!

রংবেরং ডেস্ক   

১১ মার্চ, ২০১৬ ০০:০০আবার কিম বিতর্ক!

কিম কার্দাশিয়ান জানেন কিভাবে আলোচনায় থাকতে হয়। ছেলের মা হওয়ার সময়টাতে শুধু খানিক সময়ের জন্য মিডিয়ার নাগালের বাইরে ছিলেন। কিন্তু সেটা ভালো লাগার কথা নয় কিমের। হয়েছেও তাই। মা হওয়ার পর নিজের শরীর যে আগের অবস্থায় ফিরে এসেছে সেটা দেখানোর চেষ্টাতেই নাকি ৭ মার্চ নিজের বিবসনা ছবি টুইট করেন। তাতেই ইন্টারনেট জগতে পড়ে যায় হইচই। শুরু হয় আলোচনা-সমালোচনা। হলিউড অভিনেত্রী ক্লোয়ি গ্রেস মরেটজ এবং বেটি মিডলার তো বেশ রূঢ় ভাষাতেই সমালোচনা করেছেন কিমের। একজন তো বলেই বসেছেন, ‘এখন কিমের শরীরের ভেতরটা শুধু দেখা বাকি। আর বাকি সব তো মনে হয় আমরা দেখেই ফেলেছি। ’ হলিউড তারকাদের সঙ্গে শামিল হয়েছেন বলিউড তারকারাও। সোনম কাপুর এবং আনুশকা শর্মা তিরস্কার করছেন কিমের এহেন কর্মকে। বলেছেন, যেকোনো অজুহাতে এভাবে শরীর প্রদর্শন করাটা ঠিক নয়। তবে এসব কেয়ার করতে বইয়ে গেছে কিমের। আর্ন্তজাতিক নারী দিবসে নিজের আরেকটি বিবসনা ছবি টুইট করেন। সাদাকালো ছবির নিচে লিখেছেন ‘মুক্তি’।

সমালোচনার বিরুদ্ধে নিজের ওয়েবসাইটে লিখেছেন, ‘নিজের জীবন নিয়ে অন্যরা কী করল সেটা নিয়ে মানুষজনের এত মাথা ঘামানোর কী আছে? আমি তো মাদক গ্রহণ করি না, মদও খাই না। এমনকি কোনো অপরাধও করিনি। শুধু গর্ব করার মতো আমার শরীরটাই দেখাতে চেয়েছি। ’


মন্তব্য