kalerkantho

দেখা হলো দুজনে

রংবেরং ডেস্ক   

১১ মার্চ, ২০১৬ ০০:০০দেখা হলো দুজনে

পরিচয়টা হয়েছিল গত বছর, উইম্বলডনে। সেই সূত্র ধরেই ডিনার করতে গেলেন দুজন। সেখানেও ছুটলেন সাংবাদিকরা। হলো সংবাদ। অন্যদের মতো যুক্তরাজ্যের ডেইলি মেইলও প্রকাশ করল সেই সংবাদ। তাতে  লেখা—যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তারকা টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচের সঙ্গে এক নারী সঙ্গী। আর তাতেই খেপেছে সেই ‘নারী সঙ্গী’র ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে সেই সংবাদদাতার মুণ্ডুপাত, যিনি কি না বলিউড তারকা দীপিকা পাড়ুকোনকে চিনতে পারেননি! এখানেই শেষ নয়, ডেইলি মেইল দীপিকাকে আরো কয়েকটি বিশ্লেষণে আখ্যায়িত করেছে। এসবের মধ্যে ছিল ‘লম্বা পায়ের শ্যামাঙ্গী’, ‘সুন্দরী’। কিন্তু এই ডামাডোলে কয়েকটি প্রশ্ন যে উঠতে গিয়েও উঠল না সেটার কী হবে? এই যেমন হঠাৎ করেই বা কিভাবে দেখা হয়ে গেল দুই তারকার, আবার সেই দেখাই বা কিভাবে ডিনার পর্যন্ত গড়াল? রাতের খাবার শেষ করে দুজনে একই গাড়িতে করে বিদায় নেন। উল্লেখ্য, ভিন ডিজেলের নতুন ছবির শুটিংয়ের জন্য দীপিকা এখন লস অ্যাঞ্জেলেসে।


মন্তব্য