kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


আজ ‘অরিজিৎ সিং উইথ সিম্ফনি অর্কেস্ট্রা’

রংবেরং প্রতিবেদক   

১০ মার্চ, ২০১৬ ০০:০০আজ ‘অরিজিৎ সিং উইথ সিম্ফনি অর্কেস্ট্রা’

আগেও একাধিকবার ঢাকায় গান করেছেন অরিজিৎ সিং। তবে এবারের আয়োজন ভিন্ন। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় আর্মি স্টেডিয়ামে ‘অরিজিৎ সিং উইথ সিম্ফনি অর্কেস্ট্রা’ অনুষ্ঠানে গান করবেন বলিউডের জনপ্রিয় এ গায়ক। তাঁর সঙ্গে বাজাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ৭০ সদস্যের একটি অর্কেস্ট্রা দল। গত তিন দিন ধরে এই আয়োজনের জন্য মহড়ায় অংশ নিয়েছেন তাঁরা। ফ্রেশ নিবেদিত এ অনুষ্ঠানের আয়োজক ধানসিঁড়ি কমিউনিকেশন। এই প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, অরিজিৎ সিংয়ের আগে অনুষ্ঠানে গান করবেন বাংলাদেশের শিল্পী অদিত ও তাঁর বন্ধুরা এবং প্রীতম হাসান। প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, এরই মধ্যে এ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন  হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। অনুষ্ঠানের লাইট ও সাউন্ড সিস্টেম আনা হয়েছে মুম্বাই থেকে। সেগুলো সেট করার জন্য একটি কারিগরি দলও এসেছে। এ আয়োজনের প্রিন্ট মিডিয়া পার্টনার কালের কণ্ঠ।


মন্তব্য