kalerkantho

26th march banner

এবার তিশার নায়ক সোহম

রংবেরং প্রতিবেদক   

৯ মার্চ, ২০১৬ ০০:০০এবার তিশার নায়ক সোহম

মোশাররফ করিম, শাকিব খান ও আরিফিন শুভর পর এবার তিশার নায়ক হচ্ছেন কলকাতার সোহম। অনন্য মামুনের ‘তোর নামে লিখেছি’ ছবিতে জুটিবদ্ধ হয়েছেন তাঁরা। মার্চের শেষ সপ্তাহ থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান মামুন। তিনি এখন ছবির অন্যান্য শিল্পী চূড়ান্ত করার জন্য কলকাতায় আছেন। সেখান থেকে মোবাইল ফোনে বলেন, ‘তিশাকে গত মাসেই চুক্তিবদ্ধ করেছিলাম। তাঁর সঙ্গে এমন কাউকে নিতে চেয়েছিলাম যেন পর্দা রসায়নটা ভালো জমে। শেষ পর্যন্ত মনে হয়েছে, সোহমকে নিলে দর্শকদের মাঝে আগ্রহের সৃষ্টি হবে। এমনিতে বাংলাদেশে তাঁর বেশ ভক্ত রয়েছে। ছবিটির গল্প রোমান্টিক ঘরানার। গানগুলোর সুর করছেন হাবিব ওয়াহিদ, নাভেদ পারভেজ ও কলকাতার আকাশ। ছবিটি এই বছরই মুক্তি পাবে। ’


মন্তব্য