kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


নায়ক খুঁজছেন পপি

রংবেরং প্রতিবেদক   

৯ মার্চ, ২০১৬ ০০:০০নায়ক খুঁজছেন পপি

নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পপি। নাজমুল হাসানের ‘দুই নয়ন’ নামের ছবিটির শুটিং শুরু হবে খুব শিগগির।

তবে তার আগে পপির জন্য নায়ক খোঁজা হচ্ছে, যিনি এ ছবিতে পপির বিপরীতে অভিনয় করবেন। আইডিয়া নাকি পপির নিজেরই! আর তাই এ ব্যাপারে উদ্যোগও নিয়েছেন তিনি। তিনি বলেন, ‘পরিচালক প্রথমে চেয়েছিলেন ইন্ডাস্ট্রির কেউ আমার সঙ্গে অভিনয় করুক। কিন্তু ভেবে দেখলাম, নতুন কেউ হলে দর্শকদের আরো আগ্রহ জন্মাবে। পরিচালককে সেটা বললাম। তিনি আমার কথায় রাজি হয়ে গেলেন। আগামী সপ্তাহ থেকেই নতুন মুখের সন্ধানে কাজ শুরু করব। আশা করছি, এ মাসেই মনের মতো কাউকে না কাউকে পেয়ে যাব। আগামী মাসেই ছবির শুটিং শুরু হবে। ’


মন্তব্য