kalerkantho


মায়ের জন্য দেশে

রংবেরং প্রতিবেদক   

৭ মার্চ, ২০১৬ ০০:০০মায়ের জন্য দেশে

যুক্তরাষ্ট্রে ছিলেন প্রায় তিন মাস। সেখানে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। খুঁজছিলেন চাকরি। কিন্তু হঠাত্ খবর এলো মা দারুণ অসুস্থ। তাঁকে হাসপাতালে নিতে হয়েছে। খবর শুনে পরদিন ৪ মার্চ ঢাকায় ফেরেন সিমলা। এসেই মায়ের সেবা করছেন এই অভিনেত্রী। গতকাল ফোনে কথা বলার সময় সিমলা ছিলেন পপুলার ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে মায়ের কিছু টেস্ট করাচ্ছিলেন। বলেন, ‘মায়ের অসুস্থতার খবর শুনে পাগল হয়ে গিয়েছিলাম। হুট করে দেশে ফিরলাম। ডাক্তাররা অবশ্য অভয় দিয়েছেন। তার পরও ভক্তদের কাছে মায়ের জন্য দোয়া চাই। মা যেন দ্রুত সুস্থ হয়ে যান।’ মা সুস্থ হলে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন বলে জানিয়েছেন সিমলা।


মন্তব্য