kalerkantho

গয়নার নকশাকার

রংবেরং ডেস্ক   

৭ মার্চ, ২০১৬ ০০:০০গয়নার নকশাকার

তিনি শুধু গয়না পরেন না, নকশাও করেন। প্রমাণ পাওয়া গেল সদ্য বাজারে আসা ‘টাইমলেস বাই মাধুরী দীক্ষিত’ গয়নাগুলোতে। বোঝাই যাচ্ছে এসবের সঙ্গে জড়িয়ে আছে বলিউড তারকা মাধুরী দীক্ষিতের নাম। তাই বলে সোজাসুজি গয়নার ব্যবসায় নেমে গেলেন তা কিন্তু নয়। ভারতের পুরনো ও বনেদি গয়নার ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘এনপিজি’র সঙ্গে যৌথভাবে এই গয়নাগুলো বাজারে আনলেন ‘দেবদাস’ তারকা। কেন এনপিজির সঙ্গে? উত্তরে মাধুরী জানালেন, ‘১৮৪ বছর ধরে এরা ব্যবসা করে আসছে। এরা নকশা করে সব ধরনের ক্রেতার কথা মাথায় রেখে। আশা করি, নতুন গয়নাগুলো পছন্দ হবে ক্রেতাদের।’ জানা গেছে, ‘টাইমলেস বাই মাধুরী দীক্ষিত’ গয়নাগুলো তৈরির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন মাধুরী নিজে। এ জন্য নিজের আইডিয়া নিয়ে কথা বলেছেন ‘এনপিজি’র নকশাকারদের সঙ্গে। এমনকি গয়নার ব্যবহূত মুক্তাগুলোর আকার কেমন হবে সেটাও বাতলে দিয়েছিলেন।


মন্তব্য