kalerkantho

টিভি হাইলাইটস

৬ মার্চ, ২০১৬ ০০:০০টিভি হাইলাইটস

ঝালমুড়ি

ঝালমুড়ি

আরটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘ঝালমুড়ি’। পরিচালনায় রেদওয়ান রনি ও নিয়ামুল মুক্তা। অভিনয়ে তাওসিফ মাহবুব, অ্যালেন শুভ্র, মুমতাহিনা টয়া, মৌটুসী বিশ্বাস, মিশু সাব্বির, সুমন পাটওয়ারী, সালমান মুক্তাদির, তাসনুভা তিশা, শবনম ফারিয়া, সাফা কবির, মারিয়া নূর, আইরিন আফরোজ, জোভান, সাঈম সাদাত, আনন্দ খালেদ, মিঠু, শহিদুল আলম, সাবেরী আলম, সুজাত শিমুল প্রমুখ।

ইয়োর চয়েস

মাছরাঙা টেলিভিশনে রাত ১১টায় রয়েছে ফোনোলাইভ মিউজিক্যাল শো ‘ইয়োর চয়েস’। অনুষ্ঠানে এ সময়ের জনপ্রিয় মিউজিক ভিডিওগুলো দেখানো হয়। থাকে একজন অতিথির অংশগ্রহণ। তিনি নিজের নতুন কাজ ও ভবিষ্যহৃ পরিকল্পনার কথা শেয়ার করেন। টেলিফোনের মাধ্যমে দর্শকরাও অংশ নিতে পারে। উপস্থাপনায় সংগীতশিল্পী নাউমি।

ক্রিকেট এক্সট্রা

আজ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ম্যাচ শুরু হওয়ার এক ঘণ্টা আগে ৬টা ৩০ মিনিটে স্টার স্পোর্টস ১-এ শুরু হবে ‘ক্রিকেট এক্সট্রা : প্রি শো’। দুই দলের শক্তি ও দুর্বলতা নিয়ে আলোচনা করবেন ভিভিএস লক্ষ্মণ, রমিজ রাজা, তিলকারত্নে দিলশান, আকাশ চোপড়া, শোয়েব আখতার ও দীপ দাশগুপ্ত।

কমেডি নাইটস লাইভ

কপিল শর্মার সঙ্গে ঝামেলার জের ধরে ‘কমেডি নাইটস উইথ কপিল’ বন্ধ করে দেয় কালারস। একই স্লটে শুরু হয় নতুন কমেডি শো ‘কমেডি নাইটস লাইভ’। সঞ্চালকের ভূমিকায় তিনবারের ‘কমেডি সার্কাস’ বিজয়ী ক্রুষ্ণা অভিষেক। তাঁর সঙ্গে আছেন সুদেশ লাহিড়ী, ভারতী সিং, মুবিন ও সিদ্ধার্থ সাগর। নিয়মিত অতিথি গায়ক মিকা সিং। প্রচারিত হবে রাত ১০টা ৩০ মিনিটে।


মন্তব্য