kalerkantho


বেজবাবার কণ্ঠে রবীন্দ্রনাথ

রংবেরং প্রতিবেদক   

৬ মার্চ, ২০১৬ ০০:০০বেজবাবার কণ্ঠে রবীন্দ্রনাথ

রবীন্দ্রসংগীত গাইলেন অর্থহীন ব্যান্ডের ভোকাল বেজবাবা খ্যাত সুমন। ‘পুরনো সেই দিনের কথা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। এতে সুমনের সঙ্গে গেয়েছেন এ প্রজন্মের আরো কয়েকজন শিল্পী। গানটির মিউজিক ভিডিওর কাজও শুরু হয়েছে। বর্তমানে শুটিং হচ্ছে শ্রীমঙ্গলে। এরপর হবে বান্দরবান ও কক্সবাজারে। ভিডিওতে মডেল থাকছেন সুমন। আর মিউজিক ভিডিওটি পরিচালনাও করছেন সুমন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রবীন্দ্রনাথের গান আমার খুব পছন্দ। মাঝেমধ্যে নিজে গুনগুন করে গাই। তবে এবারই প্রথম প্রকাশ করার উদ্দেশ্যে গেয়েছি। কথা ও সুর ঠিক রেখে নিজের মতো করে গাওয়ার চেষ্টা করেছি।’ আসছে পহেলা বৈশাখ থেকে ইউটিউব এবং বিভিন্ন টিভি চ্যানেলে ভিডিওটির প্রচার শুরু হবে। 


মন্তব্য