kalerkantho

বাবার ভয়

রংবেরং ডেস্ক   

৫ মার্চ, ২০১৬ ০০:০০বাবার ভয়

বলিউডের ক্যামেরাপ্রিয় মুখ কিংবা ফ্যাশন ডিজাইনারদের পছন্দের নায়িকার নাম বললে সবার আগে চলে আসবে তাঁর নামটি। সদ্য মুক্তি পাওয়া ‘নিরজা’তে তাঁর অভিনয়ও হয়েছে প্রশংসিত। তবু সোনম কাপুরের মনে কেমন যেন একটা ভয়। আর ভয়টা তাঁর বাবা অনিল কাপুরের জন্য। বিষয়টা তিনি নিজেই পরিষ্কার করে বললেন, ‘অভিনয় জগতে বাবা এতটাই সফল যে তাঁর মেয়ে হিসেবে একটা গুরুভার এসে পড়েছে আমার ওপর। আসলে এটা এক ধরনের মানসিক চাপ তৈরি করে। অন্যভাবে বললে—বটের ছায়ায় কি অন্য গাছের চারা বড় হতে পারে?’ তবে সোনমের এই ভয় কাটাতে সাহায্য করেছেন তাঁরই সহশিল্পী ধনুষ। তিনিই নাকি সোনমকে বুঝিয়েছেন, “কাজের মাধ্যমে নিজের উজ্জ্বলতা এমনভাবে ছড়াও যে তোমার ছায়া অনেক দূর পর্যন্ত যায়। আর সেটাই নাকি সোনমকে উৎসাহিত করেছে ‘নিরজা’র মতো ছবিতে অভিনয় করতে।”মন্তব্য