ট্যালেন্ট হান্ট
ট্যালেন্ট হান্ট
এটিএন বাংলায় প্রতি শুক্র ও শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হয় রিয়ালিটি শো ‘ট্যালেন্ট হান্ট’। মনসুন ফিল্মসের চলচ্চিত্র ‘দ্য স্পাই: অগ্রযাত্রার মহানায়ক’-এ নতুনদের অভিনয়ের সুযোগ প্রদানের জন্য শুরু হয়েছে এই কার্যক্রম। শোর বিচারক গাজী মাজহারুল আনোয়ার, প্রবীর মিত্র, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ ও নায়িকা বর্ষা। সেলিব্রিটি বিচারক অনন্ত জলিল।
কল-এর গান
রাত ১১টা ৪৫ মিনিটে দেশ টিভির স্টুডিও থেকে সরাসরি প্রচারিত হবে ‘ক্লোজ আপ কল-এর গান’। আজ গাইবেন পিংকী ছেত্রী ও বাবু। দর্শক ফোনে গানের অনুরোধ করতে পারবেন এবং শিল্পীদের সঙ্গে কথা বলতে পারবেন। উপস্থাপনায় মেহনাজ।
সূর্যপুত্র কর্ণ
সূর্যদেবতার ঔরসে ও কুন্তী দেবীর গর্ভে জন্মে কর্ণ। কুমারী অবস্থায়ই একবার কুন্তী সূর্যদেবতাকে ডেকে বসেন এবং সূর্যদেবের সঙ্গে মিলনের ফলে কর্ণের জন্ম হয়। লোকলজ্জার ভয়ে সেই পুত্রকে একটি পাত্রে রেখে জলে ভাসিয়ে দেন। সূতবংশীয় অধিরথ ও তাঁর স্ত্রী রাধা কর্ণকে জল থেকে উদ্ধার করে প্রতিপালন করেন। মহাভারতের কাহিনী নিয়ে নির্মিত ‘সূর্যপুত্র কর্ণ’। দেখা যাবে আজ রাত ৯টায়, সনি টিভিতে।
আলটিমেট কিলার
বাঘ, সিংহ, নেকড়ে, কোবরা, ভালুক কিভাবে শিকার করে তা নিয়ে সিরিজ তথ্যচিত্র ‘আলটিমেট কিলার’। সঞ্চালক স্টিভ লিওনার্ড বিপজ্জনক শিকারি প্রাণীদের নির্বাচন করে তাদের পিছু নেন। নানা কৌশলে কিভাবে তারা শিকার করে তা সবিস্তারে তুলে ধরেন। দেখা যাবে সকাল ১১টা ৩০ মিনিটে, এনিম্যাল প্লানেটে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের