kalerkantho


গিনেস বুকে নাম ওঠাতে...

রংবেরং ডেস্ক   

৪ মার্চ, ২০১৬ ০০:০০গিনেস বুকে নাম ওঠাতে...

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তবে সেটা অভিনয় সম্পর্কিত কোনো কিছু দিয়ে নয়। বিশ্ব নারী দিবস উপলক্ষে একদল ভারতীয় নারী সবচেয়ে বেশি নখে রং করবেন। সেই দলের একজন হিসেবে ৮ মার্চ অংশ নেবেন রেকর্ড গড়ার এই আয়োজনে। বিষয়টি একদম হেলাফেলায় নিচ্ছেন না সোনাক্ষী। সেটা বোঝা গেল তাঁর কথাতেই, “নতুন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে আমার ভালো লাগে। এ ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নিজেকে আগে থেকেই প্রস্তুত করে নিয়েছি। আর ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড’ আমার এমনিতেই ভালো লাগে। প্রতিবছরই এর বিভিন্ন বিভাগে নতুন নতুন রেকর্ড হচ্ছে, ভাঙছে পুরনো সব রেকর্ড। এ রকম একটি রেকর্ডে অংশ নিতে যাচ্ছি আমিও।”


মন্তব্য