kalerkantho


শুটিংয়ে আহত পরীমণি

রংবেরং প্রতিবেদক   

৪ মার্চ, ২০১৬ ০০:০০শুটিংয়ে আহত পরীমণি

গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন পরীমণি। মঙ্গলবার চাঁদপুরে ছবিটির শুটিং করছিলেন এই নায়িকা। বিকেলে দৃশ্যধারণের সময় ট্রলি থেকে পড়ে গিয়ে হাত, কোমর ও পিঠে আঘাত পান। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছিল, প্রাথমিক চিকিৎসা শেষে সেরে উঠবেন তিনি। কিন্তু রাতে ব্যথা বেশি  অনুভব করলে তাঁকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, পরীমণির একটি হাত মচকে গেছে। সেরে উঠতে কিছুদিন সময় লাগবে।

পরীমণি জানান, অসাবধানতাবশত এই দুর্ঘটনায় পড়েছেন তিনি। প্রয়োজনীয় সব চেকআপ করিয়েছেন। রিপোর্ট হাতে পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেবেন।

গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘শুটিংয়ের মাঝখানে এমন একটি ঘটনা ঘটবে কেউ ভাবতেই পারিনি। এটা একটা দুর্ঘটনা।’

পরীমণি ঢাকায় চলে এলেও চাঁদপুরে ‘স্বপ্নজাল’-এর অন্যান্য দৃশ্যের শুটিং চলছে।


মন্তব্য