kalerkantho


ডিজেলের প্রেমিকা

রংবেরং ডেস্ক   

৩ মার্চ, ২০১৬ ০০:০০ডিজেলের প্রেমিকা

ভুল করে হলেও পরেছিলেন গতবার মিস ইউনিভার্সের মুকুটটা। যদিও ভুলটা নিজের ছিল না। এবার আর কোনো ভুল করেননি। ভেবেচিন্তে নাম লিখিয়েছেন হলিউড ছবিতে। আর প্রথম ছবিতেই পেয়ে গেছেন ভিন ডিজেলের নায়িকা হওয়ার সুযোগ। ‘এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিতে বলিউডের নায়িকা দীপিকা পাড়ুকোনের পাশাপাশি দেখা যাবে ‘মিস কলম্বিয়া’ আরিয়ানা গুতিরেজকে। প্রথম দিকে ধারণা করা হয়েছিল, ডিজেলের প্রেমিকা হচ্ছেন দীপিকা। কিন্তু ছবিতে আরিয়ানার সংযুক্তিতে নিশ্চিত হওয়া গেল, তিনিই হয়েছেন ডিজেলের প্রেমিকা। যদিও তাঁর চরিত্রটির ব্যাপ্তি দীর্ঘ হবে না; সব মিলিয়ে দেখা যাবে ছয়টি দৃশ্যে। আর সংলাপ পাচ্ছেন তিন পাতার। ছবির শুটিংয়ের জন্য আরিয়ানা  এখন ডমিনিকান রিপালিকে হাজির হয়েছেন।


মন্তব্য