kalerkantho


অবশেষে ডিকাপ্রিও

১ মার্চ, ২০১৬ ০০:০০অবশেষে ডিকাপ্রিও

ঘোষণা হবে সেরা অভিনেতার নাম। হলে শ্বাসরুদ্ধকর অবস্থা। উত্তেজনায় কারো কারো নিজের নখ কামড়ানো বাকি। ঠিক তখনই অভিনেত্রী জুলিয়ান মুর বিজয়ী হিসেবে ঘোষণা করলেন লিওনার্দো ডিকাপ্রিওর নাম। তখন দশর্কদের আনন্দ দেখে কে? হল ভরে উঠল মুহুর্মুহু করতালির শব্দে। হলভর্তি দর্শক দাঁড়িয়ে সম্মান জানালেন প্রথমবার অস্কার পাওয়া এই অভিনেতাকে। ডিকাপ্রিও যখন পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে হাজির হলেন, তখনো থামছিল না করতালি। এর মাঝে কথা শুরু করলেন ডিকাপ্রিও, ‘ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ একাডেমিকে, ধন্যবাদ এই হলে থাকা সবাইকে। অভিনন্দন জানাতে চাই অন্য মনোনয়নপ্রাপ্তদেরও।’ এরপর ধন্যবাদ জানাতে ভুল করেননি ‘দ্য রিভেন্যান্ট’-এর সহশিল্পী এবং বন্ধু টম হার্ডিকে। প্রশংসা করলেন ছবির পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুকে। চলচ্চিত্রের বিভিন্ন শৈল্পিক বিষয় শেখানোর জন্য ধন্যবাদ জানালেন বিখ্যাত পরিচালক মার্টিন স্করসেজিকেও। একফাঁকে কথা বললেন বৈশ্বিক উষ্ণতা সম্পর্কে। জলবায়ুর পরিবর্তন বাস্তব একটি বিষয়। সবচেয়ে কঠিন এই বিপদ থেকে উত্তরণের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান লিওনার্দো ডিকাপ্রিও।


মন্তব্য