kalerkantho


অন্যের সুরে বালাম

রংবেরং প্রতিবেদক   

৪ মে, ২০১৫ ০০:০০অন্যের সুরে বালাম

প্রথমবারের মতো অন্যের সুরে গান গাইলেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক বালাম। সম্প্রতি বালামের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। সুর করেছেন জিয়া খান। 'কাকভেজা বৃষ্টি মাখতে মাখতে বুকে ভাসে নৌকো আমার/তোমায় ছাড়া বাঁচব না তুমি ফিরে এসো আবার'- এমন কথায় গানটি লিখেছেন কলকাতার সৌমিক দাস। দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের নিয়ে মিক্সড অ্যালবাম তৈরি করছেন জিয়া খান। সেই অ্যালবামে থাকবে গানটি। বালাম বলেন, 'কখনোই অন্যের সুরে গাইনি। জিয়া ভাই অনেক দিন ধরে বলছিলেন। গানটির কথা ও সুর দুটোই ভালো লেগেছে, তাই গেয়েছি।'

জিয়া খান বলেন, 'আমার সুরে বালাম গেয়েছেন। এটা অনেক ভালো লাগার ব্যাপার। গানটির জন্য অনেক শ্রম দিয়েছি।'

অ্যালবামের নাম চূড়ান্ত না হলেও আসছে ঈদে অ্যালবামটি প্রকাশিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জিয়া।

 মন্তব্য