kalerkantho

সিডি চয়েজের নববর্ষের অ্যালবাম

রংবেরং প্রতিবেদক   

২ জানুয়ারি, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনতুন বছর উপলক্ষে ছয়টি একক, দুটি মিক্সড, দুটি ভিডিও অ্যালবাম ও ১০টি নাটকের ডিভিডি প্রকাশ করেছে সিডি চয়েজ। মিক্সড অ্যালবাম দুটি হলো সাজেদুর শাহেদ ফিচারিং 'কেন' এবং তারেক আনন্দের কথা ও আয়োজনে 'আনন্দের গান'। 'কেন' অ্যালবামে গান গেয়েছেন কাজী শুভ, তৌসিফ, আহমেদ হুমায়ূন, সাবা, ফারাবি, শার্লিন, জুঁই, টিনা মুশতারি, মুকুল জামিল প্রমুখ। গান লিখেছেন ওমর ফারুক, শেখ সুমন এমদাদ, সুদীপ কুমার প্রমুখ। 'আনন্দের গান'-এ গেয়েছেন বেলাল খান, ক্লোজআপ ওয়ান খ্যাত রাজিব, কাজী শুভ, পাওয়ার ভয়েসের সজল, কর্নিয়া, সেরাকণ্ঠের ঝিলিক, রেজওয়ান শেখ প্রমুখ। সুর ও সংগীত করেছেন বেলাল খান, অয়ন চাকলাদার, রেজওয়ান শেখ ও মশিউর বাপ্পি।

একক অ্যালবামগুলো হলো ক্লোজআপ ওয়ান তারকা পুতুলের 'পুতুল অধ্যায়-টু', ইভান শেখের 'মনের আকাশ', সাজ্জাদ স্বাধীনের 'এসো না অবুঝ মনে', শিশিরের 'একটা স্বপ্ন' এবং জে আলমের 'জাস্ট জে আলম'। ভিডিও অ্যালবাম দুটি হলো 'অবুঝ মায়া' ও 'ভালোবাসিরে'। এতে থাকছে আরফিন রুমী, ইমরান, কাজী শুভ, তৌসিফ, পূজা, নওমী, ইলিয়াস হোসাইন ও ফারাবী খানের গান। নাটকের ডিভিডিতে থাকছে 'শূন্য হৃদয়', 'রাজলক্ষ্মী অপেরা', 'শর্ত প্রযোজ্য', 'পাদুকা' ইত্যাদি।

 

 

মন্তব্য