kalerkantho


৪১ হাজার ৫০০ লিটার মদ জব্দ

নাটোর প্রতিনিধি   

২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০নাটোরের গুরুদাসপুরে বিপুল পরিমাণ দেশি মদসহ আটক তিনজনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলার কোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনির হোসেন। ইউএনও মনির জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোলা গ্রামে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় বাড়িতে মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে গ্রামের নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে একই এলাকার হৃদয় আহম্মেদ ও রুপস খানকেও আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ৪১ হাজার ৫০০ লিটার মদ জব্দ করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের কাছ থেকে জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং মিজানুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। জব্দকৃত মাদক গর্তে ফেলে ধ্বংস করা হয়েছে।

 মন্তব্য