kalerkantho


হবিগঞ্জে বিএমএর সভায় হামলা

হবিগঞ্জ প্রতিনিধি   

২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০হবিগঞ্জে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আলোচনাসভায় হামলার ঘটনা ঘটেছে। এতে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক, নার্সসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই হাসপাতালের সভাকক্ষে এ ঘটনা ঘটে। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের লক্ষ্যে সভাটির আয়োজন করা হয়েছিল।

আহতদের মধ্যে আব্দুল হামিদ, ফরিদ মিয়া, শাহজাহান মিয়া, সালমা বেগম, মনীষা ও শেখ জাহিরকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা ওই হাসপাতালের কর্মচারী। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। মন্তব্য