kalerkantho


সিংড়ায় আমড়া খেয়ে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি   

২০ জানুয়ারি, ২০১৯ ০০:০০নাটোরের সিংড়ায় আমড়া খেয়ে আব্দুল্লাহ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সিংড়া পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। আব্দুল্লাহ সিংড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম সোহেল রানার ছেলে।

জানা যায়, শুক্রবার আব্দুল্লাহ ও তার বোন ফাতেমা (৭) বাড়ির পাশে খেলছিল। এ সময় গাছের নিচে একটি আমড়া কুড়িয়ে পায় তারা। পরে দুই ভাইবোন মিলে আমড়াটি খায়। খাওয়ার পর পরই তারা অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে দুজনেই বমি করতে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই আব্দুল্লাহর মৃত্যু হয়। পরে ফাতেমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিংড়া থানার ওসি (তদন্ত) নেয়ামুল আলম জানান, এ বিষয়ে কেউ লিখিত বা মৌখিক কোনো অভিযোগ করেনি।

 মন্তব্য