‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর প্রাণ প্রকৃতি সাজাই’ এই স্লোগান নিয়ে বিভাগীয় শহর বরিশালে বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল বুধবার নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। এর আগে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
উদ্বোধন শেষে উদ্যানসংলগ্ন সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক তুষার কান্তি সমাদ্দার ও বরিশাল উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক গোবিন্দ রায়। মেলায় ফলদ ও বনজ বৃক্ষের ৫০টি স্টল রয়েছে। এর মধ্যে ৩০টি ব্যক্তিমালিকানাধীন এবং ২০টি সরকারি স্টল। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...