kalerkantho


বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০আশুলিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান। সাভার উপজেলা প্রশাসন খেলাটির আয়োজন করেছে। এতে সাভারের ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে পাথালিয়া ইউনিয়ন। উদ্বোধনী খেলা চলাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার প্রমুখ।

 মন্তব্য