kalerkantho


চলছে উফশী আউশের মৌসুম

৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০চলছে উফশী আউশের মৌসুম

চলছে উফশী আউশের মৌসুম। মাঠজুড়ে পাকা ধানের ম-ম গন্ধ। কেউ ধান কাটছে, কেউ মাড়াই করছে, আবার কেউ করছে ময়লা-আবর্জনা পরিস্কার। ছবিটি বরগুনার বামনা উপজেলার সোনাখালী থেকে গতকাল তোলা।  ছবি : কালের কণ্ঠমন্তব্য