kalerkantho


গাছচাপায় কাঠ ব্যবসায়ীর মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, রংপুর   

৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০রংপুরের মিঠাপুকুরে গাছের নিচে চাপা পড়ে প্রাণ গেছে ব্যবসায়ী আবদুল বাতেনের (৬০)। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুরে বৈলডব গ্রামে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বাতেন জারুল্যাপুর গুয়াতিপাড়া গ্রামের মনছুর আলীর (মৃত) ছেলে। জানা যায়, বৈলডব গ্রামের একজনের কাছ থেকে কয়েকটি গাছ কেনেন কাঠ ব্যবসায়ী বাতেন। গতকাল সকালে তিনি শ্রমিক নিয়ে সেখানে গাছ কাটতে শুরু করেন। এ সময় অসাবধানবশত একটি গাছের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।মন্তব্য