kalerkantho


আর্মেনিয়া যাচ্ছেন রংপুরের মেয়র

রংপুর অফিস   

৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে স্মার্ট সিটি-বিষয়ক মেয়র সম্মেলনে অংশ নিতে  যাচ্ছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। আজ বৃহস্পতিবার সকালে কাতার এয়ারলাইনসের বিমানযোগে তাঁর আর্মেনিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা।

রংপুর সিটি করপোরেশন সূত্র জানায়, মেয়র আর্মেনিয়ায় পৌঁছে ৭-৯ সেপ্টেম্বর তিন দিনব্যাপী অনুষ্ঠিত মেয়র সম্মেলনে অংশ নেবেন। সেখানে রংপুর সিটি করপোরেশনের গৌরব ইতিহাস, উন্নয়ন কর্মকাণ্ড ও সিটি করপোরেশনকে ঘিরে তাঁর পরিকল্পনা, রংপুরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে বিভিন্ন টেকসই পরিকল্পনা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, পরিকল্পিত নগরায়ণ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করবেন।  তিনি সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে মতবিনিময় করে অভিজ্ঞতা সঞ্চয় করবেন। আর্মেনিয়া সফর শেষে ১০ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।মন্তব্য