kalerkantho


প্রেমিকের ৬ ঘণ্টা পর প্রেমিকার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০প্রেমিকের আত্মহত্যার ছয় ঘণ্টা পর প্রেমিকাও চিরকুট লিখে আত্মহত্যা করেছে। তারা হলো উমর ফারুক পলাশ ও আরিফা খাতুন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ও হাতিলেইট চেচুড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা দুজনই পলাশীহাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, নাওগাঁও ইউনিয়নে নাওগাঁও ঠাকুরবাড়ী গ্রামের কৃষক সাইফুল ইসলামের ছেলে উমর ফারুক পলাশের লাশ গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কী কারণে সে আত্মহত্যা করেছে পরিবারের লোকজন কিছুই বলতে পারছে না।

পলাশের আত্মহত্যার ছয় ঘণ্টা পর পার্শ্ববর্তী রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলেইট চেচুড়া গ্রামের প্রবাসী মো. নুরুল ইসলামের মেয়ে আরিফা খাতুন নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।মন্তব্য