kalerkantho


ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি   

৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবিরা সুলতানাকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। গত ২৯ আগস্ট উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সাবিরা সুলতানা গত ১২ জুলাই দুর্নীতি দমন আইনে ছয় বছরের কারাদণ্ডসহ আর্থিকভাবে দণ্ডিত হওয়ায় তাঁকে উপজেলা চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলো। একই কর্মকর্তা স্বাক্ষরিত অন্য স্মারকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-১) নাহিদ আক্তারকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা প্রদানের নির্দেশ করেছেন। সোমবার ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম এ প্রজ্ঞাপনের কপি সংশ্লিষ্ট দপ্তরে জমা দেন।মন্তব্য