kalerkantho


সোনারগাঁয় বিজয় স্মৃতিস্তম্ভ উদ্বোধন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০সোনারগাঁয়ের শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি অমলিন রাখতে শহীদ মজনু পার্কে বিজয় স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সোনারগাঁ পৌরসভার চিলারবাগে শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলকসহ বিজয়স্তম্ভটি উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ বিজয়স্তম্ভের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সোহেল রানা। এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ মোল্লা বাদশা, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরিফ মাসুদ বাবু ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা কমান্ডার কাউন্সিলর সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণি।মন্তব্য