kalerkantho


মুরাদনগরে বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি   

২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর-পাঁচকিত্তা-তিতাস সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ রক্ষণাবেক্ষণের অভাবেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় সংসদ ও রাজনৈতিক নেতারা বারবার প্রতিশ্রুতি দিলেও কাজের বাস্তবায়ন না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় এক যুগ আগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সড়কটি মেরামত করে। পরে দীর্ঘদিন পেরিয়ে গেলেও সংস্কারকাজ না হওয়ায় সাড়ে ২১ কিলোমিটার সড়কটির অবস্থা এখন খুবই নাজুক। উপজেলার আটটি গুরুত্বপূর্ণ সড়কের মধ্যে রামচন্দ্রপুর-পাঁচকিত্তা-তিতাস সড়কটি একেবারেই চলাচলের অযোগ্য। রামচন্দ্রপুর থেকে পাঁচকিত্তা বাজার হয়ে তিতাস সেতু পর্যন্ত সড়কটির পিচ এবং ইট উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দে যানবাহন পড়ে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বিকল হচ্ছে ছোট বড় যানবাহন।মন্তব্য