kalerkantho

বয়স ৩৫ করার দাবি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং ব্যাঙ্ক ড্রাফট ও পে অর্ডার প্রথা বাতিলের দাবিতে ফরিদপুরে পথ সমাবেশ করেছে যুব ইউনিয়ন ফরিদপুর শহর শাখা। গতকাল শুক্রবার সকালে ফরিদপুর প্রেস ক্লাবের সামনের মুজিব সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শহর যুব ইউনিয়নের সভাপতি রিপন সরকার। বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা যুব ইউনিয়নের সভাপতি বেলায়েত হোসেন, আজাদ আবুল কালাম, শামীমা শীমু, ইমদাদ মিঞা, শাহাদাত শাওন প্রমুখ।

বক্তারা বলেন, ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং ব্যাঙ্ক ড্রাফট ও পে অর্ডার প্রথা বাতিল করতে হবে। বৈষম্যমূলক সব বিধি-ব্যবস্থা অবিলম্বে তুলে নিতে হবে।’মন্তব্য