kalerkantho


ঘরে আগুন বৃদ্ধা দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৬ আগস্ট, ২০১৮ ০০:০০ফরিদপুর সদরে ঘরে আগুন লেগে দগ্ধ হয়েছেন বৃদ্ধা কমলা খাতুন। ঘটনাটি ঘটেছে বুধবার কানাইপুর ইউনিয়নের ফুসরা গ্রামে চালকল ব্যবসায়ী হাসমত মোল্লার বাড়িতে। অগ্নিদগ্ধ কমলা খাতুন এই ব্যবসায়ীর মা। তাঁকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল ১১টার দিকে ব্যবসায়ীর বসতঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘরটি পুড়ে যায়। এ সময় ঘরের ভেতর ব্যবসায়ীর মা ছিলেন। তিনি একা চলাফেরা করতে পারেন না, হুইলচেয়ার ব্যবহার করেন। ঘর থেকে তাঁকে বের করে আনতে আনতে পিঠের কিছু অংশ পুড়ে যায়। ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সাইফুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত।’

 মন্তব্য