kalerkantho


শত শত ট্রাক অপেক্ষায়

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১৩ জুলাই, ২০১৮ ০০:০০শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুটে স্রোতের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে অবশেষে বিকল্প চ্যানেলে চলছে ফেরি। বুধবার পরীক্ষা-নিরীক্ষার পর বৃহস্পতিবার চ্যানেলটি খুলে দেওয়া হয়েছে। এখন একমুখীভাবে ফেরি চলাচল করছে এ নৌ রুটে। তবে ঘাট এখনো যানজটমুক্ত হয়নি। শত শত ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। বিআইডাব্লিউটিএর এজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, লৌহজং টার্নিং পয়েন্টে প্রবল স্রোত থাকায় বেশ কিছু দিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। বিআইডাব্লিউটিএ বৃহস্পতিবার বিকল্প চ্যানেলটি খুলে দিলে সকাল থেকে সেই চ্যানেলেই ফেরি চলাচল করছে। তবে অনেকটা পথ ঘুরে ফেরি চলাচলে আগের থেকে কিছুটা সময় বেশি লাগছে। শিমুলিয়া পার্কিং ইয়ার্ড থেকে অনেক পণ্যবাহী ট্রাক পার করা হলেও মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো এখন পার্কিং ইয়ার্ডে ঢুকছে। বৃহস্পতিবার রাতের মধ্যে যানজট হালকা হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।মন্তব্য