kalerkantho


গফরগাঁওয়ে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৩ জুলাই, ২০১৮ ০০:০০ময়মনসিংহের গফরগাঁওয়ে ধোপাঘাট কলকাকলি বিদ্যা নিকেতনের উদ্যোগে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ফকরুল আলম, ইউপি সদস্য লাল মিয়া, কলকাকলি বিদ্যানিকেতনের সভাপতি আব্দুল হামিদ, পরিচালক রিয়াদ হোসাইন সুজন, প্রধান শিক্ষক এনামুল হক, আব্দুস সালাম মাস্টার, সিরাজুল ইসলাম, শরিফুল ইসলাম, ছামিউল্লাহ হক, শারফুল আলম, ছালমা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা। পরে খেলায় অংশগ্রহণকারী লাঠিয়ালদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।মন্তব্য