kalerkantho


ঠাকুরগাঁওয়ে সুগার মিল শ্রমিকদের কর্মবিরতি

ঠাকুরগাঁও প্রতিনিধি   

১৩ জুলাই, ২০১৮ ০০:০০দৈনিক মজুরি বৃদ্ধি ও কর্মকর্তাদের হয়রানি বন্ধের দাবিতে কর্মবিরতি পালন করছে ঠাকুরগাঁও সুগার মিলের দৈনিক চুক্তিভিত্তিক মাঠ শ্রমিকরা।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে মিলের আওতায় সদর উপজেলার সালান্দর, শিবগঞ্জ ভাতারমারিসহ পাঁচ উপজেলার ১২টি খামারের প্রায় এক হাজার ২০০ দৈনিক চুক্তিভিত্তিক মাঠ শ্রমিক এই কর্মবিরতি শুরু করে। এতে বিপাকে পড়েছে মিল কর্তৃপক্ষ।

দৈনিক চুক্তিভিত্তিক মাঠ শ্রমিকদের সাধারণ সম্পাদক সুজন মিয়া অভিযোগ করেন, প্রায় ১৫ বছর ধরে বাজারে ধাপে ধাপে শ্রমিক মজুরি বাড়লেও মিল কর্তৃপক্ষ তা মানছে না। যার কারণে শ্রমিকদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এ বিষয়ে মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস শাহীর জানান, মিলের নিয়ম অনুযায়ী শ্রমিকদের মজুরি দেওয়া হয়।

 মন্তব্য