দিনাজপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার রাতে ছয় রাস্তার মোড় থেকে ফেনসিডিলসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন শহরের ঘাসিপাড়া এলাকার শাহনেওয়াজ রাজুর ছেলে ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মো. নওয়াজ আলী আদর এবং সুরুজ আলীর ছেলে নুর আলম। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে নওয়াজ আলী ও নুর আলমকে দুই বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী নওয়াজ আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে সিঁড়ির কাছে বালুতে পুতে রাখা অবস্থায় আরো ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) পারভেজ মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. রেদওয়ানুর রহিম জানান, আসামিদের কোর্টে চালান দেওয়া হয়েছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...