kalerkantho


ট্যুরিজম কর্মশালায় বিভাগীয় কমিশনার

দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সুপারিশ সরকারের কাছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

২৬ জুন, ২০১৮ ০০:০০বৃহত্তর ময়মনসিংহের অন্যতম পর্যটন স্পট নেত্রকোনার দুর্গাপুরের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে দুর্গাপুর পর্যন্ত রেললাইন স্থাপনের প্রস্তাব সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে ট্যুরিজম সম্পর্কে জনসচেতনতা ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন এ কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, নেত্রকোনার দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হলে পর্যটনে যুগান্তকারী দুয়ার খুলে যাবে। সেখানে রয়েছে ক্ষুদ্র নানা নৃগোষ্ঠীর সংস্কৃতি, গারো ও সাদা মাটির পাহাড়-নদী প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। এ অঞ্চলের পর্যটনের সম্ভাবনা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশমালা প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মোজাম্মেল হক। এতে বক্তব্য দেন রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আব্দুল আলীম, ময়মনসিংহের জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, নেত্রকোনার জেলা প্রশাসক মঈনুল ইসলাম, জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কবির উদ্দীন, ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক বোরহান উদ্দিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান, ময়মনসিংহ ট্যুরিজম ক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক খন্দকার শরীফ উদ্দিন প্রমুখ। মন্তব্য