টাঙ্গাইল সদরের বাঘিল ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজি শামছুল আলম হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জেলা নিকাহ রেজিস্ট্রার ও কাজি সমিতির উদ্যোগে গতকাল রবিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন জেলা কাজি সমিতির সভাপতি আব্দুল আওয়াল তরফদার, সাধারণ সম্পাদক রেজাউল করিম খান, সহসভাপতি আনম আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক খন্দকার রকিবুল হোসেন, সদস্য মাওলানা কে এম হেলাল উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে শামছুল আলমের পরিবারের সদস্যরাসহ জেলা নিকাহ রেজিস্ট্রার ও কাজি সমিতির দুই শতাধিক নেতা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৩১ মে রাতে শামছুল আলমকে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন টাঙ্গাইল শহরের দক্ষিণ কাগমারা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর মেয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় মামলা করেছেন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...