kalerkantho


চাঁদপুরে সংবাদ সম্মেলন

অধ্যক্ষ হত্যার বিচার দাবি মেয়েদের

চাঁদপুর প্রতিনিধি   

১১ জুন, ২০১৮ ০০:০০চাঁদপুরে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ শাহীন সুলতানা হত্যার বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মেয়েরা। গতকাল রবিবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ছোট মেয়ে ডা. ফাতিমা শাহীন পুষ্প। এ সময় তাঁর বড় বোন ফারজানা শাহীন পদ্মসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ডা. পুষ্প বলেন, পারিবারিক বিরোধের জেরেই তাঁর বাবা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও সত্মা জুলেখা বেগম শাহীন সুলতানাকে নির্মমভাবে হত্যা করেছে। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলন শেষে চাঁদপুর প্রেস ক্লাব চত্বরে সচেতন নারী সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে চাঁদপুরের বিভিন্ন নারী সংগঠনের কর্মীরা অংশ নেন।

গত ৪ জুন রাতে চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় নিজ বাসায় খুন হন শাহীন সুলতানা। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্বামী অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগম গ্রেপ্তার হন।মন্তব্য