kalerkantho

১ম কলাম

ফাঁসির দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০পরকীয়ার জেরে ছেলে হত্যাকারীর ফাঁসির দাবিতে আড়াইহাজার উপজেলার উচিত্পুরা ইউনিয়নে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ওই ইউনিয়নের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা এ কর্মসূচি পালন করে। স্থানীয় ৩৫ নম্বর বাড়ৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা মোশারফ মাতুব্বর, রাসেল মিয়া, লুত্ফুন নাহার, ইউনিয়ন যুবলীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক বাবুল ভূঁইয়া, যুগ্ম সম্পাদক শাহ আলম, ইউপি সদস্য সাইফুল ইসলাম, শাহ আলম প্রমুখ। নিহতের দাদা ও মামলার বাদী বিল্লাল হোসেন বলেন, ‘পুলিশ যদি হত্যাকারী মোমেনকে গ্রেপ্তারে টালবাহানা করে তাহলে এলাকাবাসী সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’ উল্লেখ্য, প্রায় ১১ বছর আগে বিল্লালের ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে কেরানীগঞ্জের লালাটি গ্রামের সুন্দর আলীর মেয়ে শেফালীর বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলের জন্ম হয়; কিন্তু আনোয়ার বিদেশে থাকার সময় মোমেনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে শেফালী। গত ১২ এপ্রিল রাতে শেফালী মোমেনের সহযোগিতায় তার সন্তানদের কাথা মুড়িয়ে আগুন লাগিয়ে দেয়। এতে এক শিশু মারা যায় এবং অন্যজন আহত হয়ে মৃত্যুর মুখোমুখি।মন্তব্য