kalerkantho


নাটোর শহরে রাস্তা নির্মাণ প্রকল্প

দুর্নীতি তদন্তে কমিটি গঠন

নাটোর প্রতিনিধি   

১৯ মার্চ, ২০১৮ ০০:০০নাটোর শহরে সড়ক প্রশস্তকরণ কাজের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এই কমিটিকে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।  গতকাল রবিবার নাটোরের জেলা প্রশাসক (ডিসি) এই নির্দেশ দেন।

গত ১০ মার্চ কালের কণ্ঠ ‘নাটোর শহরে রাস্তা নির্মাণ প্রকল্প, বহু স্তরে দুর্নীতি’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছিল। এতে উল্লেখ করা হয়, অবৈধভাবে গাছ কাটা, উচ্ছেদে টাকা লেনদেন ও ড্রেন নির্মাণে অনিয়ম হচ্ছে। প্রতিবেদন প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের।

এ বিষয়ে ডিসি শাহিনা খাতুন কালের কণ্ঠকে বলেন, ‘প্রকাশিত সংবাদ এবং জেলা উন্নয়ন সমন্বয় কমিটিতে আলোচনার পরিপ্রেক্ষিতে নাটোর শহরে রাস্তা নির্মাণকাজের অনিয়ম ও দুর্নীতির তদন্ত করতে স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম রাব্বিকে প্রধান করে এবং সহকারী কমিশনার (এসি ল্যান্ড) শামীম ভুঁইয়াকে সদস্য করে কমিটি গঠন করা হয়েছে।’

 মন্তব্য