kalerkantho

নিখোঁজ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

৯ মার্চ, ২০১৮ ০০:০০নিখোঁজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শামিম (১২) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। পাঁচ দিন আগে উপজেলার দড়িকান্দি এলাকার দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় শামিম। ছেলেকে না পেয়ে শামিমের মা-বাবাসহ পরিবারের সদস্যরা পাগলপ্রায়। শামিম মাদারীপুর জেলার কালকিনি থানার লক্ষ্মীপুর এলাকার জসিম মিয়ার ছেলে। তাঁরা দড়িকান্দি এলাকার আলম মিয়ার বাড়িতে ভাড়ায় থাকেন। শামিমের বাবা জসিম মিয়া জানান, তিনি একজন দিনমজুর। পাঁচ দিন আগে সকালে উপজেলার দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে আর বাড়ি ফেরেনি শামিম। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শামিমকে না পেয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। শামিমের পরনে ছিলো নীল রঙের শার্ট ও কালো জিন্সের প্যান্ট। এ ব্যাপারে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, নিখোঁজের বিষয়ে বিভিন্ন স্থানে মেসেজ দেওয়া হয়েছে।মন্তব্য