kalerkantho

জাফর ইকবালকে হত্যাচেষ্টা

প্রতিবাদ চলছেই

প্রিয় দেশ ডেস্ক   

৭ মার্চ, ২০১৮ ০০:০০শিক্ষাবিদ ও বিজ্ঞানমনস্ক লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, দেশের প্রগতি ও মুক্তচিন্তার চর্চাকে থামিয়ে দিতে তারা জাফর ইকবালের ওপর হামলা করেছে। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। প্রতিনিধিদের পাঠানো খবর :

চাঁপাইনবাবগঞ্জ : সকালে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, জেলা সাধারণ সম্পাদক আবদুল হামিদ রুনু, আবদুল মজিদ প্রমুখ। অন্যদিকে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে আলাদা মানববন্ধন করেছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পিরোজপুর : আন্ত স্কুল বিতর্ক ক্লাব আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামাল হোসেন, কাজী মজিবুর রহমান, মো. জিয়াউল আহসান, রফিকুল ইসলাম পান্না, স্বস্তিকা দাস ও কুলসুম আক্তার। গতকাল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনটি করা হয়।

মাদারীপুর : কালকিনি উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সামনের ভুরঘাটা-পিরারবাড়ী সড়কে গতকাল সকালে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় অধ্যক্ষ দুর্লাভানন্দ বাড়ৈসহ আরো অনেকে বক্তব্য দেন।

সাতক্ষীরা : প্রেস ক্লাবের সামনে সাতক্ষীরা-আশাশুনি সড়কে গতকাল দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহম্মেদ, আব্দুল বারী, সুভাষ চৌধুরী প্রমুখ। একই স্থানে সমাবেশও হয়েছে।মন্তব্য