kalerkantho


কুয়াকাটা সৈকতে ঘুড়ি উৎসব

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি   

৪ মার্চ, ২০১৮ ০০:০০পটুয়াখালীর কলাপাড়া উপজেলা কুয়াকাটা সমুদ্রসৈকতে গত শুক্রবার ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

ঘুড়ি উৎসবের আয়োজক ‘ছুটি ট্যুর অ্যান্ড ট্রাভেল’-এর সমন্ব্বয়কারী আরিফুর রহমান জানান, ঘুড়ি ওড়ানো দেশের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এবার পর্যটক বাড়ানোর লক্ষ্যে নানা উদ্যোগের পাশাপাশি ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। পর্যটকদের আনন্দ দিতে ১০টি বিভিন্ন প্রকৃতির ঘুড়ি আনা হয়েছে।

পর্যটক জেসমিন আক্তার বলেন, ‘আমি ঢাকাতে উৎসবে ঘুড়ি আকাশে উড়তে দেখেছি। কিন্তু নিজে কখনো উড়াতে পারিনি। কুয়াকাটায় ভ্রমণে এসে পাখির মতো দেখতে ঘুড়ি উড়িয়ে খুব তৃপ্তি পেয়েছি। কুয়াকাটা ভ্রমণ আমার স্বার্থক হয়েছে।’

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান জানান, কুয়াকাটায় আগত পর্যটকদের বাড়তি উৎসাহ ও বিনোদনে যেসব সংগঠন এগিয়ে আসছে, কুয়াকাটা সমুদ্রসৈকত ব্যবস্থাপনা কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। পর্যটকবান্ধব হিসেবে কুয়াকাটাকে গড়ে তুলতে এরই মধ্যে কুয়াকাটায় পর্যটক পার্ক নির্মাণকাজ চলছে। প্রতি সপ্তাহে এক দিন বিভিন্ন উৎসব বা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে। বেসরকারি যেসব উদ্যোক্তা এই উদ্যোগে সহযোগিতা করবে তাদের সার্বিক সুযোগ-সুবিধা দেওয়া হবে।মন্তব্য