kalerkantho


খালেদার মুক্তি চেয়ে লিফলেট

প্রিয় দেশ ডেস্ক   

২ মার্চ, ২০১৮ ০০:০০খালেদার মুক্তি চেয়ে লিফলেট

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল রাজশাহী নগরীর মলোপাড়া দলীয় কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ করে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালের কণ্ঠ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার সারা দেশে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

পিরোজপুর : দলীয় কার্যালয় থেকে সকালে লিফলেট বিতরণ শুরু করে পৌর বিএনপি। শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম আকন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির আহ্বায়ক শেখ শহিদুল্লাহ শহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সদস্যসচিব সরোয়ার হোসেন হাওলাদার, সহসাধারণ সম্পাদক মির্জা জহিরুল হক, সাখাওয়াত হোসেন, কামরুজ্জামান চান, সাইদুর রহমান বাচ্চু, এনামুল, জাহিদুল ইসলাম, তানজীদ হাসান শাওন প্রমুখ।

ঝালকাঠি : জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে সকালে লিফলেট বিতরণ শুরু করে নেতাকর্মীরা। নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর। পরে ছাত্রদল নেতারা শহরের বিভিন্ন সড়কের মোড়ে দাঁড়িয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় জেলা বিএনপির সহসভাপতি হুমায়ুন কবির বাবুল, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, রবিউল হোসেন তুহিন, টিপু সুলতান, জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে সকালে শহরের ইবি রোড থেকে লিফলেট বিতরণ শুরু হয়। শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। এ সময় জেলা বিএনপির সহসভাপতি গাজী আজিজুর রহমান দুলাল, রহমত উল্লাহ আয়ুব, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন ভূঁইয়া সাফী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জামিলা হক বেবী, জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ প্রমুখ উপস্থিত ছিলেন।

নরসিংদী : শহরের উপজেলা মোড় এলাকায় সকালে লিফলেট বিতরণ করে নেতাকর্মীরা। এতে যানজট দেখা দেয়। লিফলেট বিতরণকালে অন্যদের মধ্যে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহজাহান মল্লিক, আকবর হোসেন, শফিকুল ইসলাম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

পিরোজপুর (আঞ্চলিক) : মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলালের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী লিফলেট বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর, উপজেলা বিএনপির সহসভাপতি সালাউদ্দিন ফারুক, মাহাবুব আকন, উপজেলা ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি আলামীন সুমন, অপু প্রমুখ।

নাটোর : জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা লিফলেট বিতরণ শুরু করে। বিতরণকালে জেলা বিএনপির সহসভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, খবির উদ্দিন শাহ, সাধারণ সম্পাদক আমিনুল হক, নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি উপজেলা চেয়ারম্যান শাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ : দুপুরে আদালত প্রাঙ্গণে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দীন সেলিম, মো. ইলিয়াস আহম্মেদ, ফেরদৌস আহম্মেদ চৌধুরী, আজম উদ্দিন, দেলোয়ার হোসেন দিলু, আফজাল হুসেন, মতিউর রহমান সানু, এস এম সোহাগ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল আউয়াল, কামাল শিকদার, মোহাম্মদ আলী মুসা, মহিবুর রহমান, আব্দুল বাছিত, সালাউদ্দিন হেলাল, মিজান, সৈয়দ আজহারুল হক বাকু, ফারুক আহম্মেদ, আব্দুল কাইয়ুম, কাজী হুমায়ুন আহম্মেদ রাজু, আব্দুল আহাদ আনসারী, আব্দুল আজিজ, আলমপনা চৌধুরী মাসুদ, নুরুল হক লিটন, মো. ইস্পাহানী, আলী রাজা উজ্জল, মো. এনামুল হক, এনাম, সাইফুল ইসলাম রকি, মোশারফ আহম্মেদ সোহেল, আরিফুল ইসলাম আরিফ, মুহিদুল ইসলাম মুহিদ, এবাদ খান, ফুল মিয়া, কামাল মিয়া, কাসেম মিয়া প্রমুখ।মন্তব্য