kalerkantho

আত্মহনন

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০নারায়ণগঞ্জের আড়াইহাজারে গতকাল শুক্রবার বিকেলে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন যুবক বায়োজিদ (২২)। তিনি কাহেন্দী নোয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। একই দিন সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে আড়াইহাজারের শ্রমিক জলিল মিয়ার (২৮) মৃত্যু হয়েছে। তিনি উপজেলা সদরের দাসপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে ছিলেন।

পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বায়োজিদের কথা-কাটাকাটি হয়। পরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। অন্যদিকে জলিলের ভাই আবুল হোসেন জানান, তিন বছর আগে তাঁর ভাই জলিল মালয়েশিয়ায় যান। সেখানে কুয়ালালামপুর শহরে ‘জালান টেকনোলজি’ কম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। গতকাল সকালে চারতলা ভবনে নির্মাণকাজ করছিলেন জালাল। হঠাৎ নিচে পড়ে তাঁর মৃত্যু হয়।মন্তব্য