kalerkantho


ইন্দুরকানিতে ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি   

১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ইন্দুরকানিতে ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চণ্ডীপুর গ্রামে কৃষক লীগ নেতার অবৈধ কেবিআই ইটভাটার বিরুদ্ধে গতকাল স্থানীয়রা ৩০ মিনিট দাঁড়িয়ে মানববন্ধন করে। ছবি : কালের কণ্ঠ

পিরোজপুরের ইন্দুরকানির পূর্ব চণ্ডীপুরে কৃষক লীগের প্রভাবশালী নেতা রুহুল আমীন বাঘার অনুমোদন বিহীন ইটভাটা অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনটি শুক্রবার সকাল ১১টার দিকে ওই ‘কেবিআই’ ইট ভাটার সামনেই অনুষ্ঠিত হয়। এতে এলাকার নারী-পুরুষের সঙ্গে ক্ষতিগ্রস্তরাও অংশ নেন। এর আগে ইটভাটা বন্ধের দাবিতে প্রশাসনের কাছে অভিযোগ দিলে ভাটা মালিক রুহুল আমীন বাঘা আরো ক্ষেপে যান। এ খবর পত্র-পত্রিকায় প্রকাশ পেলে সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘প্রশাসনকে ম্যানেজ করেই ইটভাটা করেছি, পারলে সাংবাদিকরা বন্ধ করুক।’

জানা গেছে, উপজেলায় সাত-আটটি ইটভাটা গড়ে উঠলেও অন্তত পাঁচটির কোনো বৈধ কাগজপত্র নেই। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইটভাটাসংলগ্ন বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষ ভাটার আগুনে ঝলসে বিবর্ণ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত জমির মালিক মশিউর রহমান, শহীদুল ইসলাম দোদুল, তহমীনা বেগম, হাওয়া বেগম, নার্গিস বেগম, কবিরুল ইসলাম, সালেক ফরাজী ও সাবেক মেম্বার আব্দুল হক ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমরা ১০ বছর আগে সিডরে জানমালসহ বিপুল সম্পদ খুইয়েছি, যার ধকল এখনো সামলে উঠতে পারিনি। এখন আবার নতুন উপদ্রব অবৈধ ইটভাটা আমাদের ওপর চেপে বসেছে। এভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে।’ তাদের আরো অভিযোগ, জমিতে পুকুর কেটে ইটভাটায় মাটি নেওয়ায় পাশের জমি ভেঙে পড়ছে। ফলে বাধ্য হয়েই জমির মালিকরা কম মূল্যে ইটভাটায় তাদের জমি বিক্রয় করতে বাধ্য হচ্ছে।

বালিপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও চণ্ডীপুর ৩১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান মঞ্জু বলেন, ‘একে তো ধানি জমিতে ইটভাটা নির্মাণ আইনসম্মত নয়। তারপরে আবার বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা মারাত্মক পরিবেশ দূষণের সম্মুখীন হচ্ছে।’ এ ব্যাপারে জানতে চাইলে কে বি আই ইটভাটার মালিক রুহুল আমীন বাঘা বলেন, ‘আমাদের গ্রামে কোনো ভাটার বৈধ কাগজপত্র নেই, তাই আমারও নেই।’মন্তব্য