মাদারীপুর শহরের ইটেরপুল বাজারের ইজারাদার উজ্জ্বল হাওলাদারকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করার প্রতিবাদে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ব্যবসায়ীরা।
রবিবার বেলা সাড়ে ১২টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের ইটেরপুলে অবরোধ করে এই সমাবেশ করা হয়। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সদর থানার পরিদর্শক দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা।
ব্যবসায়ী নেতারা জানান, শনিবার রাত ১০টার দিকে ইটেরপুল বাজারের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন ইজারাদার উজ্জ্বল হাওলাদার। এ সময় তাঁকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটলেও কেউ হতাহত হয়নি। এ হামলার ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী নেতা মজিবর হাওলাদার, উজ্জ্বল হাওলাদার, রুবেল হাওলাদারসহ অন্যরা। তাঁরা বলেন, ইটেরপুল বাজারের ইজারা নিয়ে একটি মহল এই হামলার ঘটনা ঘটাতে পারে।
মাদারীপুর সদর থানার পরিদর্শক মো. কামরুল হাসান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...